দিনের পর দিন কেন বাংলার প্রতি বঞ্চনা চালিয়ে যাচ্ছে মোদী সরকার? কেন মিলছে না প্রাপ্য বরাদ্দ? প্রতিবাদে রবিবার সকালে কলকাতার মা উড়ালপুলের পার্ক সার্কাস স্টেশনের কাছে কাঠামোর ওপরে উঠে পড়েন এক যুবক। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নামান দমকলকর্মীরা।এদিন সকালে মা উড়ালপুলের ওই অংশের কাঠামোর ওপরে এক যুবককে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। সেখান থেকে খবর পৌঁছয় দমকলে। প্রথমে আত্মহত্যা করার হুমকি দিতে থাকেন যুবক। বেশ কিছুক্ষণ ধরে বোঝানোর পর অভিযোগ শোনার আশ্বাস দিলে নেমে আসেন ওই যুবক।
এরপর তিনি দাবি করেন, দীর্ঘদিন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তিনি। তাই প্রতিবাদ জানাতে সেতুর ওপরে উঠেছিলেন। তবে পরিবারের তরফে জানানো হয়েছে, যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তার পর থেকেই মানসিক উপসর্গে ভুগছেন তিনি। যুবককে উদ্ধার করে প্রথমে কড়েয়া থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। যুবকের মনরোগের চিকিৎসা করানোর ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।