এবার সন্দেশখালিতে বিকাশ সিংহ নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, গত তিন-চার দিন ধরে সন্দেশখালিতে যে তুমুল অশান্তির ঘটনা ঘটছে, তাতে প্ররোচনা দিয়েছিলেন বিকাশ। বিকাশ ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক। স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালি থানার সামনেই তাঁর বাড়ি। শনিবার সন্ধ্যায় বিকাশকে বাড়ি থেকে তুলে থানায় আনা হয়। তার পর চলে টানা জিজ্ঞাসাবাদ। রাতের দিকে পুলিশ গ্রেফতার করে তাঁকে।
ইতিমধ্যেই সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। অশান্তি সৃষ্টির অভিযোগে অনেককে গ্রেফতারও করেছে পুলিশ। এ বার সেই তালিকায় যোগ হল বিকাশের নাম। এলাকার মানুষদের প্ররোচনা দিয়ে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন করানোর অভিযোগ উঠেছিল সন্দেশখালির এই বিজেপি নেতার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকাল থেকে নতুন করে অশান্তি হয়নি সন্দেশখালিতে। তবে এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে। পুলিশ শুরু করেছে রুটমার্চ।