এবার অনলাইনে বাড়ির কর মেটালেই মিলবে এক শতাংশ অতিরিক্ত ছাড়। পুরসভা বাজেটের আগেই বড় ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার পুরসভায় তিনি জানান, ‘আমরা চাইছি পুরো ট্যাক্স ব্যবস্থাটাই অনলাইনে হোক। মানুষকে কষ্ট করে ট্রেজারিতে যেন আসতে না হয়। সেটার জন্যই আমরা এবার থেকে অতিরিক্ত এক শতাংশ কর ছাড় দিচ্ছি।’
জানা গিয়েছে, সাধারণ ছাড় যা ছিল সে সব তো মিলবেই। অনলাইনে সম্পত্তি কর দিলে মিলবে এক শতাংশ অতিরিক্ত ছাড়। অনলাইনে কর ছাড় দেওয়ার ঊর্ধ্বসীমাও ঠিক করেছে পুরসভা। ঠিক হয়েছে অনলাইনে কর দিলে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
ত্রিশ হাজার টাকা বাড়ির কর হলে তার এক শতাংশ তিনশো টাকা। যেহেতু অনলাইনে ছাড়ের ঊর্ধ্বসীমা দুশো টাকা, সে ক্ষেত্রে অনলাইনে কর দিলে তিনশো নয়, দুশো টাকা-ই ছাড় পাওয়া যাবে। অর্থাৎ যাঁর বাড়ির কর ত্রিশ হাজার টাকা, তিনি অনলাইনে কর দিলে ২৯ হাজার আটশো টাকা কর দিতে হবে। মেয়র জানান, পুরসভায় আসার ঝক্কি থেকে বাঁচবেন করদাতা। তেমনই বাঁচবে বাসভাড়া। সঙ্গে দুশো টাকাও।