মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতারের পর থেকেই তাঁর বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। এবার প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করল ইডি। সিবিআইয়ের করা মামলায় ইতিমধ্যেই তদন্ত চলছে সমীরের বিরুদ্ধে। এবার তাঁদের এফআইআরের ভিত্তিতেই এনসিবির এই প্রাক্তন অফিসারের বিরুদ্ধে পিএমএলএ আইনে মামলা দায়ের করেছে ইডি। আগামী সপ্তাহে তাঁকে তলব করা হতে পারে বলে সূত্রের খবর। সমীর ছাড়াও আরও তিন এনসিবি অফিসারকে তলব করা হয়েছে।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকচক্রে গ্রেফতারির মামলায় সমীরের বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এখন আর্থিক দুর্নীতির মামলায় ইডির নজরে পড়লেন প্রাক্তন এনসিবি অফিসার। যদিও ইডি তাঁর বিরুদ্ধে মামলা করছে জানার পরই সমীর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেই আর্জি করেছেন তিনি। আরিয়ানের মামলায় সমীর ওয়াংখেড়ে ছাড়াও অভিযুক্ত এনসিবির প্রাক্তন এসপি বিশ্ববিজয় সিং, অফিসার আশিস রঞ্জন, কিরণ গোসাভি এবং সানভিল ডিসুজা। সকলকেই সিবিআই ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে।