ক্ষমতায় আসার পর থেকেই চাষি, তাঁতি, কারিগর সর্বস্তরের মানুষের জন্য প্রকল্প ও সুরক্ষা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আলু চাষিদের বিমার প্রিমিয়ামের দায়িত্বও নিল তাঁর সরকার। আলু চাষে বিমার প্রিমিয়ামের টাকা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই কথাই ঘোষণা করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার শস্য বিমা যোজনায় এই প্রিমিয়ামের টাকা দেওয়া হবে বলে বাজাটে উল্লেখ করা হয়েছে। তার ফলে ২০ লাখ আলু চাষি উপকৃত হবেন। এই বিমা খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রসঙ্গত, হুগলির মূল ফসল আলু। প্রাকৃতিক বিপর্যয়ে সেই ফসলের ক্ষয়ক্ষতি হলে বিপর্যস্ত হন চাষিরা। নানা সমবায় কৃষি উন্নয়ন সমিতি বা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া ওই চাষিরা বিমার ক্ষতিপূরণের দিকে তাকিয়ে থাকেন। তাই চন্দ্রিমার ঘোষণা শুনে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। উল্লেখ্য, আগে কখনও রাজ্য বাজেটে আলু চাষের বিমার জন্য টাকা বরাদ্দ হতো না। অন্যদিকে, কৃষকদের চাষের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দিতে আগামী দু’বছরে গ্রাম পঞ্চায়েত স্তরে দু’হাজার ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হিয়ারিং সেন্টার গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।