তাঁকে বিজেপিতে যোগ দিতে বলা হচ্ছে বলে দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, বিহার বা মহারাষ্ট্রে যা হয়েছে, তা দিল্লিতে কখনওই হবে না।
সম্প্রতিই বিজেপির বিরুদ্ধে তাঁর দলের বিধায়কদের কেনার চেষ্টার অভিযোগ করেছিলেন কেজরি। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা মামলা করেছিলেন বিজেপির এক নেতা। সেই মামলার সূত্রেই রবিবার কেজরিওয়ালকে তাঁর দাবির সপক্ষে প্রমাণ দাখিল করতে বলেছিল দিল্লি পুলিশ। কেজরির জবাব আসে তার পরেই। তিনি বলেন, ‘ওরা যা খুশি করতে পারে। আমি মাথা নোয়াব না। বিজেপির সঙ্গে কখনওই হাত মেলাব না আমি।’
রবিবার দিল্লির রোহিনীতে একটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে হাজির ছিলেন কেজরি। সেখানেই তাঁর বক্তৃতায় উঠে আসে দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা। তাঁকে দিল্লি পুলিশের নোটিস দেওয়ার প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘ওরা যত খুশি ষড়যন্ত্র করতে পারে আমার বিরুদ্ধে। আমাকে টলানো যাবে না। আমি কখনও মাথা নোয়াব না।’ এর পরেই কেজরিওয়ালের সংযোজন, ‘ওরা আমাকে বিজেপিতে যোগ দিতে বলছে। আমি বলে দিয়েছি, আমি কখনও বিজেপিতে যোগ দেব না। বিজেপির সঙ্গে হাত মেলাব না। কখনওই না।’