কখনও গবাদি পশুর ধাক্কায় ট্রেনের ক্ষতি, তো কখনও ট্রেনের ধাক্কায় মহিলা বা শিশুর মৃত্যু— বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেস। এবার প্ল্যাটফর্মে ঢোকার মুখে ধাক্কা লেগে ভেঙে গেল এই ট্রেনের একাধিক পা দানি! যার ফলে বর্ধমানের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।
রেলসূত্রে জানা গিয়েছে, বর্ধমান রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে ৭.৩৫ বন্দেভারত এক্সপ্রেস ঢোকে। কিন্তু দেখা যায়, ট্রেনের একাধিক কামরার পা দানি ঢেকে গিয়েছে। ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কীভাবে পা দানি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায়।