এবার লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনারের অফিসের একটি ‘নোট’ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে সম্ভাব্য ভোটের তারিখ হিসেবে ১৬ এপ্রিলকে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন উঠছে, ওই দিনেই কি ভোট হবে?
মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয় মুখ খুলেছে জাতীয় নির্বাচন কমিশন। একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, লোকসভা ভোটের প্রস্তুতির জন্যই আপাতত ১৬ এপ্রিলকে সামনে রাখা হয়েছে। তবে দিনটি চূডান্ত নয়। বিভ্রান্তি কাটাতে এই বিষয়ে কমিশন টুইটও করেছে নেতাজির জন্মবার্ষিকীর দিন।
উল্লেখ্য, লোকসভা ভোট নিয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের সিইও-র একটি চিঠি ভাইরাল হয়েছিল। যেখানে আধিকারিকদের উদ্দেশে লেখা হয়েছে, ‘অস্থায়ী হিসেবে ১৬ এপ্রিল ২০২৪ লোকসভা ভোটের জন্য নির্ধারণ করে এগোতে হবে।’
এই বিষয়ে প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, প্রতিটি নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই কমিশনের অভ্যন্তরে প্রস্তুতি শুরু হয়ে যায়। সেক্ষেত্রে ভোটের প্রস্তুতির কাজের জন্যই সম্ভাব্য একটি অস্থায়ী তারিখ ধরে এগোনো হয়। এবারেও সেরকমই একটা তারিখ দেওয়া হয়েছিল। এর সঙ্গে মূল নির্বাচনের কোনও সম্পর্ক নেই।