আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে এদিন রেড রোডে রাজ্যের আয়োজিত অনুষ্ঠানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিজের একস হ্যান্ডেলেও নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানান তিনি। মমতা লেখেন, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন করতে গিয়ে আজ আমার হৃদয় এক সত্যিকারের নায়কের জন্য গভীর আবেগে আপ্লুত হয়ে ওঠে, যিনি আমার কাছে বহু যুগ ধরে এক অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন। তাঁর সাহস, দূরদৃষ্টি এবং মাতৃভূমির প্রতি ভালবাসা আমার মধ্যে গভীর আবেগ জাগিয়েছে। নেতাজির আত্মা সময়কে অতিক্রম করেছে এবং স্বাধীন ভারতের প্রতিটি হৃদস্পন্দন হয়ে তিনি বেঁচে থাকেন আজও।
আজ, আসুন আমরা তাঁর যাত্রার সংগ্রামের স্মরণ করি এবং তাঁর আত্মত্যাগের সেই বীরগাথার প্রতিটি মুহূর্ত অনুভব করি। আসুন আমরা তাঁর দৃষ্টিভঙ্গি এবং সাহসিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করি!’