তাঁকে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তবে তিনি জানিয়েছিলেন, তিনি পরে সাধারণ পুণ্যার্থী হিসেবে সপরিবারে রামমন্দিরে যাবেন। ফলে গতকাল অযোধ্যায় তাঁর দেখা মেলেনি।
এবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এই মন্তব্য করলেন যে, যাঁরা ঐতিহ্য, নীতিকে সম্মান করে তাঁদের হৃদয়ে ভগবান রামচন্দ্র বাস করেন। প্রসঙ্গত, সোমবার রামমন্দিরের উদ্বোধনের নিজের এক্স হ্যান্ডলে একটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করেন অখিলেশ। সেখানে দেখা যাচ্ছে, রামচন্দ্র লক্ষ্ণণ ও সীতাকে নিয়ে অযোধ্যায় আসছেন। সেই ভিডিওতেই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, পবিত্র হৃদয়ে সিয়ারাম বাস করেন।