নিয়োগ মামলায় ইডির হাতে ধৃত অয়ন শীলের বাড়ি এবং অফিস থেকে বাজেয়াপ্ত করা নথিতে পাওয়া গিয়েছে ‘এসবি’ সাঙ্কেতিক অক্ষর। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ওই ‘এসবি’ হতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা। শুক্রবার ম্যারাথন তল্লাশি সেরে ইডির আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এ নিয়ে মুখ খুললেন সুজিত। যদিও এক বারও জেলবন্দি অয়নের নাম নেননি তিনি।
অয়ন শীলের সঙ্গে কি তাঁর পরিচয় আছে? ইডির দিনভর তল্লাশি শেষে সুজিত জবাব দেন সেই প্রশ্নের। বলেন, ‘যে সমস্ত লোকের নাম বলছেন, সেই সমস্ত লোকের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আমি এই সব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না। আমি বিভিন্ন জায়গায় যাই। আমার সঙ্গে কেউ যদি দাঁড়িয়ে একটা ছবি তুলে নেয়, আমি কী করব? কিন্তু যাঁর নাম বললেন, তাঁর সঙ্গে সুজিত বোসের কোনও যোগাযোগ নেই। তাঁর সঙ্গে কোনও সম্পর্ক সুজিত বোসের নেই।’
এর পরেই সুজিতকে প্রশ্ন করা হয়, এসবি সাঙ্কেতিক নাম নিয়ে। তার প্রত্যুত্তরে দমকলমন্ত্রী বলেন, ‘আরে এসবি তো সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে। আপনি কেন সুজিত বোসকে বলছেন? ওইটা শুভেন্দু আর সুকান্ত হবে। এসবি মানেই কি সুজিত বোস হয়ে গেল! শুনুন, এই সব ছেঁদো কথার কোনও দাম নেই। যাঁরা এ সব নেয়, তাঁদের বিরুদ্ধে এ সব বলুন। যাঁরা রুমাল পেঁচিয়ে টাকা নেয়, তাঁদের কথা বলুন।’