এক পয়সা নিয়ে থাকলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফা দিয়ে আসব! বাড়িতে ইডির প্রায় ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি শেষে সাংবাদিক সম্মেলন ডেকে ঠিক এই ভাষাতেই বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দমকলমন্ত্রী সুজিত বোস। ক্ষোভ উগড়ে বললেন, ‘আমি দমকলমন্ত্রী। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, ফোনটা পর্যন্ত বাজেয়াপ্ত করেছে’। একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তোপ দাগেন তিনি। উল্লেখ্য, শুক্রবার সাতসকালে সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি শুরু হতেই আক্রমণ শানান শুভেন্দু। বলে দেন, ‘জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন। শীতের পোশাক সঙ্গে নিয়ে রাখুন।’ তারই প্রেক্ষিতে এদিন সুজিত বলেন, ‘শুনতে পাচ্ছিলাম অনেকে অনেক কথা বলছে। একজন শীতের পোশাক তৈরি রাখতে বলেছে। শীতের পোশাক নেব। তবে গঙ্গাসাগরের জন্য। তারপর তো ফিরছি।’
তাঁর সংযোজন, ‘সবাইকে চোর বলছে। আয়নায় নিজের মুখ দেখুক। কতদিন আর বিজেপি ওকে গার্ড করবে। তোমার পরিবারের দিকে দেখো। আমাদের দলের থেকে সব সুযোগ নিয়েছ। তোমার মতো চোরকে বিজেপিও স্থান দেবে না।’ এখানেই না থেমে ‘রোল বিক্রি করা’র মন্তব্য নিয়েও বিরোধী দলনেতাকে পালটা দিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এগরোল বিক্রি করতাম। গর্বের সঙ্গে সেটা স্বীকার করছি। কারও পকেট কাটতাম না। চুরি করতাম না।’ সুজিতের কথায়, ‘শুভেন্দু যে বলছেন আমি এগরোল বেচতাম, উনি তো প্রধানমন্ত্রীকেই অসম্মান করছেন। নরেন্দ্র মোদীও তো চা বেচতেন।’ তাঁর সাফ কথা, ‘আগেই বলেছি, পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। এক পয়সা নিয়ে থাকলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফা দিয়ে আসব।’