নন্দকুমার মডেলে লড়েও পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার দক্ষিণ কাশিমনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দখল নিতে পারল না রাম-বাম জোট। পরিবর্তে ৬১টি আসনের মধ্যে ৩৬টি আসনে জিতে সমবায়ের ক্ষমতায় তৃণমূল।
লোকসভা ভোটের আগে সমবায়ের এই জয় কর্মীদের বাড়তি উৎসাহ জোগাবে বলেই দাবি তৃণমূলের স্থানীয় নেতৃত্বর। গত পঞ্চায়েত নির্বাচনে মহিষাদল
বিধানসভার এই গ্রাম পঞ্চায়েতকে থেকে জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূল নেতৃত্বর বক্তব্য, নন্দুকমার মডেলে সিপিএম এবং বিজেপি ঐক্যবদ্ধভাবে এই সমবায়ে লড়েছিল। ফলে ওদের সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট হয়ে যাওয়ায় এই জয়।
যদিও অভিযোগ উড়িয়ে জোটের দাবি, এই প্রথম এই এলাকায় তৃণমূল বিরোধী জোটের প্রার্থীরা একসঙ্গে ২৫টি আসনে জয়ী হলেন। এই জয়কে তাঁরা ‘নৈতিক জয়’ হিসেবে দেখছেন।
পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মানসকুমার পণ্ডার দাবি, ‘‘সিপিএম-বিজেপির যে কোনও আদর্শ নেই, সেটা ওদের জোট থেকেই মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই পঞ্চায়েতে মুখ ফেরানো ভোটাররাও আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন।”