ট্রেনে যাত্রীদের দুর্গন্ধযুক্ত খাবার পাওয়ার অভিযোগ বারবার উঠেছে। এমনকি দেশের অন্যতম বিলাসবহুল, সেমি হাইস্পিড বিশিষ্ট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসেও এই অভিযোগ উঠেছে। তবে এবার ট্রেনে দেওয়া খাবার ফিরিয়ে দেওয়ার সাক্ষী থাকল বন্দে ভারত এক্সপ্রেস।
ট্রেনের এক যাত্রী দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগ তুলে রেলকর্মীকে সেটা ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, টুইটারে রেল কর্তৃপক্ষ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে গোটা ঘটনাটি জানিয়ে খাবারের দাম ফেরৎ চেয়েছেন ওই যাত্রী।
জানা গিয়েছে, দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগ তুলে সেটা ফিরিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে নয়া দিল্লি-বারণসী বন্দে ভারত এক্সপ্রেসে। আকাশ কেশরী নামে এক নেটিজেন সেই খাবারের ভিডিয়ো তুলে ধরে ভারতীয় রেল কর্তৃপক্ষ ও রেলমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেছেন এবং খাবারের দাম ফেরৎ চেয়েছেন।
নয়া দিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ারী হয়েছিলেন আকাশ কেশরী। তিনি ট্রেন নম্বর উল্লেখ করে টুইট-পোস্টে লিখেছেন, যে খাবার দেওয়া হয়েছে সেটার মান খুব খারাপ ও দুর্গন্ধযুক্ত। দয়া করে আমার সমস্ত টাকা ফেরৎ দিন। তিনি আরও লিখেছেন, এই ভেন্ডার বন্দে ভারত এক্সপ্রেসের ব্র্যান্ডের নাম নষ্ট করছে। খাবার ফেরৎ দেওয়ার ভিডিয়োও তুলে ধরেছেন তিনি।
আইআরসিটিসি-র তরফে টুইট করে দুর্গন্ধযুক্ত খাবারের জন্য ক্ষমা চাওয়া হয়েছে। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খাবার সরবরাহকারীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি হলে খাবার সরবরাহকারীর লাইসেন্স বাতিল করা হবে এবং গোটা বিষয়টির উপর নজরদারি জোরদার করা হবে বলেও আইআরসিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।