ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, আজ যুব সংগঠনের ব্যানারে আজ ব্রিগেড সমাবেশ সিপিএমের। সমাবেশের আগে শিয়ালদহ স্টেশন চত্বরে সুকান্তর গাড়ি ঘিরে বিক্ষো দেখাল ডিওয়াইএফআই। উঠল “বিজেপি হঠাও, দেশ বাঁচাও”, স্লোগান। তাতে বেশ খানিকটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়েন সুকান্ত। বিক্ষোভের কিছুক্ষণের মধ্যেই শিয়ালদহ স্টেশন ছেড়ে বেরিয়ে যান বিজেপির রাজ্য সভাপতি।
প্রসঙ্গত, ব্রিগেড সমাবেশের মূল মঞ্চ হয়েছে ৩২ ফুট বাই ২৪ ফুট। আর সেই মঞ্চের দুদিকে আরও দুটি মঞ্চ। সেগুলি হচ্ছে ৪০ বাই ৪০ ফুট। এবার মঞ্চ উলটো দিকে, অর্থাৎ পার্ক স্ট্রিটের দিকে মঞ্চ, যার মুখ ভিক্টোরিয়া হাউসের দিকে। ফলে এবার মাঠের জায়গাটা অন্যবারের তুলনায় সামান্য ছোট। রবিবার ৭টি জায়গা থেকে মিছিল শুরু হবে। হাওড়া, শিয়ালদহ থেকে দুটো বড় মিছিল আসবে ব্রিগেডে। এছাড়া, খিদিরপুর, হাজরা মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো স্টেশন ও পার্ক সার্কাস থেকে পাঁচটি মিছিল ব্রিগেড অভিমুখে যাত্রা করবে।