এবার কামারহাটিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে চলল গুলি! বৃহস্পতিবার দুপুরে ষষ্ঠীতলা এলাকায় দু’তিন জন দুষ্কৃতী আসিফ ওরফে কাল্লুকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর হাতে ও পায়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় কাল্লুকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এলাকায় কাল্লু সক্রিয় তৃণমূলকর্মী হিসাবে পরিচিত। জানা গিয়েছে, দুষ্কৃতীরা পর পর তিনটি গুলি চালায়। একটি কাল্লুর গায়ে এবং অপর একটি গুলি তাঁর হাতে লাগে। তৃতীয় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি চালনার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়়িয়েছে। উল্লেখ্য, কামারহাটির বিধায়ক তৃণমূলের মদন মিত্র।