গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ফের নতুন করে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। করোনার নয়া উপপ্রজাতি জেএন ১-এর প্রকোপে দেশে ক্রমশই বেড়ে চলেছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬০ জন এবং প্রাণ হারিয়েছেন ২ জন। তাঁরা কেরালা এবং কর্ণাটকের বাসিন্দা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪২৩।
গত ৫ ডিসেম্বর থেকে দেশে বেড়ে চলছে করোনা সংক্রমণ। শুধু করোনা নয় দেশে বেড়ে চলেছে সাব-ভ্যারিয়েন্ট জেএন ১। দেশে এখনও পর্যন্ত করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫১১জন। কর্ণাটকের বাসিন্দারাই সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন। করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট হু হু করে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে বেড়ে চলেছে আতঙ্ক। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।