বেনারস হিন্দু ইউনিভার্সিটি চত্বরে আইআইটি-র ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে যে ৩ জনকে ঘটনার প্রায় দুই মাস পর গ্রেফতার করেছে যোগীর পুলিশ, তাঁদের মধ্যে দুজন বিজেপির আইটি সেলের সদস্য বলে জানা গিয়েছে। শুধু তাই নয়। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে ওই ৩ যুবকেরই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার জানা গেল, জিজ্ঞাসাবাদের সময় ওই ৩ অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, তাঁরা ক্যাম্পাসে আরও তিনটি শ্লীলতাহানির ঘটনার সঙ্গে জড়িত। সুযোগের সন্ধানে নিয়মিত ক্যাম্পাসে যেতেন তাঁরা। তাঁদের কল ডিটেইলস রেকর্ডস তাঁদের এই স্বীকারোক্তিকে সমর্থন করে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাতের ঘটনার জন্য বারাণসী পুলিশ শনিবার কুণাল পাণ্ডে (২৮), সক্ষম প্যাটেল (২০) এবং অভিষেক চৌহান (২২)কে গ্রেফতার করেছে। এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার দুই দিন আগে, অন্য একজন ছাত্রীও একই রকম নির্যাতরে শিকার হয়েছিলেন এবং প্রক্টর অফিসে রিপোর্ট করেছিলেন। তদন্তের সঙ্গে যুক্ত একজন আধিকারিক জানিয়েছেন, ‘জিজ্ঞাসাবাদে, তিনজন স্বীকার করেছে যে তাঁরা অতীতে ক্যাম্পাস চত্বরে আরও তিনজনকে শ্লীলতাহানি করেছে, যার মধ্যে একটি ঘটনা ৩০ অক্টোবর ঘটে।’