আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইন্ডিয়া বৈঠকে। এবার ‘ভিভিপ্যাট’ বিষয়ে চিঠি লিখলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বিরোধী জোটের বক্তব্য, ইভিএমের ডিজ়াইন এবং এর কাজ করার প্রক্রিয়া নিয়ে তারা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। কিন্তু সেই স্মারকলিপির প্রেক্ষিতে এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় দেয়নি নির্বাচন কমিশন। তাই এবার চিঠি।
বিরোধী জোটের দাবি, ‘ভিভিপ্যাট স্লিপ সরাসরি বাক্সে ঢুকে যাওয়ার বদলে, সেটি ভোটারদের হাতে দেওয়া হোক। তারপর ভোটাররা নিজেদের ভোট যাচাই করে নিয়ে সেটি পৃথক একটি ব্যালট বাক্সে ফেলবেন। তাহলেই ভিভিপ্যাট স্লিপের ১০০ শতাংশ গণনা সম্ভব হবে’।
প্রসঙ্গত, আগেই এই নিয়ে ইন্ডিয়া বৈঠকে আলোচনা হয়েছিল দিল্লিতে। নির্বাচন কমিশনের কাছে ভিভিপ্যাট বিষয়ে দেখা করতে চায় ইন্ডিয়া জোট। দিল্লিতে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে ইভিএম প্রসঙ্গেও গুরুত্ব দেওয়া হয়। ফারুক আবদুল্লা থেকে বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই ইভিএম–এর স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১০০ শতাংশ ভিভিপ্যাট–এর বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হবে।