সোমবার বর্ষবরণের দিনে আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। যার ফলে ২ জন গুরুতর জখম হয়েছেন। ঘটনায় বিজেপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতের নাম বিমল গড়াই।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটে সোমবার বর্ষবরণের সন্ধে ৬টা নাগাদ। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ভূপতিনগরের কাঁটাপুকুর গ্রাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে বিস্ফোরণের বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকেই বিমল গড়াই নামে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, বিস্ফোরণের ঘটনায় আরও এক বিজেপি কর্মী জখম হয়েছেন। স্থানীয় বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ওই আহতর খোঁজ শুরু করেছে পুলিশ।
তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটে কাঁটাপুকুর এলাকায় জয়ী হয়েছে বিজেপি। তারপর থেকেই বাইরে থেকে দুষ্কৃতীদের এলাকায় জড়ো করে বোমা বাঁধার কাজ শুরু করেছে গেরুয়া শিবির। বিস্ফোরণের ঘটনায় মোট ৩জন আহত হয়েছে বলেও পুলিশের কাছে দাবি করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।