ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিক্ষা, শিল্প, স্বাস্থ্যের পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চাকলাধামে দাঁড়িয়ে ধর্মীয় পর্যটনে বাংলা গোটা দেশকে দিশা দেখাচ্ছে বলে দাবি করলেন তিনি। রাজ্যের এই সাফল্যের ছবিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের ধর্মীয় পর্যটনের এই ব্যতিক্রমী প্রগতির নেপথ্যে আন্তরিক উদ্যোগের কথাও উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তীর্থস্থানের উন্নয়নের জন্য এখনও পর্যন্ত ৪০০ কোটি টাকারও বেশি খরচ করেছে রাজ্য। লক্ষণীয়, রাজ্যে পর্যটনের এই নতুন দিগন্ত খুলে যাওয়ায় একদিকে যেমন সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক প্রগতির পথ মসৃণ হচ্ছে ঠিক তেমনি নিত্যনতুন কর্মসংস্থানের দরজা খুলে যাওয়ায় মানুষের অর্থনৈতিক বুনিয়াদও সুদৃঢ় হচ্ছে দ্রুত। এরই দিশা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।