সঙ্ঘের খাসতালুকে দাঁড়িয়েই আরএসএস-বিজেপিকে বিঁধলেন রাহুল গান্ধি। বৃহস্পতিবার দলের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় সঙ্ঘকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘দেশকে রাজা-মহারাজার যুগে ফিরিয়ে নিতে যেতে চাইছে বিজেপি-আরএসএস। দেশ স্বাধীন হওয়ার আগে যে অবস্থা ছিল, সেই অবস্থায় পৌঁছে দিতে চায়।’
নাগপুরের ডিগোরি নাকায় এদিন দলের প্রতিষ্ঠা দিবসের সভার মাধ্যমেই লোকসভার ভোটপ্রচার শুরু করে দিল কংগ্রেস। সভার প্রধান বক্তা ছিলেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। তাঁর ভাষণে চিরাচরিতভাবেই বিজেপি এবং সঙ্ঘকে নিশানা করেন রাজীব তনয়। সঙ্ঘকে নিশানা করে তিনি বলেন, ‘স্বাধীনতা আন্দোলন শুধু ব্রিটিশদের বিরুদ্ধেই ছিল না। রাজা-মহারাজাদের বিরুদ্ধেও ছিল। আজ স্বাধীনতার ৭৬ বছর বাদে দেশকে ফের রাজা-মহারাজার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে।’
কংগ্রেস যে রাজা-মহারাজাদের শাসনের বিরুদ্ধে তা উল্লেখ করে রাহুল বলেন, ‘আমরা চাই দেশ পরিচালিত হোক সাধারণ মানুষের দ্বারাই। কংগ্রেসের নিচুতলার একজন কর্মীও দলের অন্দরে যে কোনও প্রশ্ন তুলতে পারেন। জবাব চাইতে পারেন। কিন্তু বিজেপিতে তা চলে না। বিজেপিতে উপর থেকে যে নির্দেশ দেওয়া হয়, নিচুতলার কর্মীদের তা মাথা পেতে মেনে নিতে হয়।’ এ প্রসঙ্গেই কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া এক সাংসদের কথা উল্লেখ করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘ওই সাংসদই একদিন আমাকে দুঃখ করে বলছিলেন, বিজেপিতে দাসত্ব প্রথা চলে।’ এদিন ফের জাতিগত জনসুমারির পক্ষেও সওয়াল করেছেন রাহুল। তাঁর কথায়, ‘কেন্দ্র কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দেশজুড়ে জাতসুমারি চলবে।’