বুধবারই রাজ্য বিজেপির বিশেষ অধিবেশনে রুদ্ধদ্বার বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘বিজেপি দলে বড় সমস্যা হল, কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়।’ দলের গোষ্ঠীকোন্দল নিয়ে খোদ রাজ্য সভাপতির এই বিস্ফোরক মন্তব্যের পরই আলোড়ন পড়ে গিয়েছিল দলের অন্দরে। তবে রাজ্য কমিটির বৈঠকে সুকান্তর সেই দাবি উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। যার জেরে তাঁদের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল।
প্রসঙ্গত, সুকান্তর মন্তব্য নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। জবাবে তাঁর বক্তব্য, ‘জানি না উনি (সুকান্ত) কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছেন। বিজেপিই একমাত্র পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হন। অমিত শাহ, জেপি নাড্ডা, নীতীন গডকড়িরা নিচু থেকে উঠে সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন।’ এর পরই সুকান্তর তত্ত্ব কার্যত খারিজ করে দিলীপ ঘোষ বলেন, ‘যার যোগ্যতা আছে, সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় বিজেপিতেই। উনি (সুকান্ত) কী বলতে চেয়েছেন আমার জানা নেই।’