মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেয় বিজেপি। বরাবরই এই অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের তামাম বিরোধী নেতা-নেত্রীরা। এবার ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের প্রতিহিংসার রাজনীতি! মঙ্গলবার আইএনডিআই জোটের বৈঠকের পরই বুধবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সমন পাঠানো হল রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও।
২৭ ডিসেম্বর লালুপ্রসাদকে এবং তার আগে ২২ তারিখ তেজস্বীকে তলব করেছে ইডি। ‘জমির বদলে চাকরি’ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আরও এক বার ডেকে পাঠাল ইডি। এর পরই ফের প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই আবার এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। উল্লেখ্য, গত অক্টোবর মাসেই জমির বিনিময়ে রেলে চাকরির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পান লালুপ্রসাদ। দিল্লির এক আদালত থেকে জামিন পান লালুর স্ত্রী ও বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের পুত্র তেজস্বী যাদবও।