বহুদিন ধরেই জলাশয় বোঝাই রুখতে সচেষ্ট কলকাতা পুরসভা। ইতিমধ্যেই পুকুর বোজানো বন্ধ পুরসভার তরফে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। আর এবার মাঝেরহাট ব্রিজের নিচে দাঁড়িয়েই রাবিশ বোঝাই গাড়ি রুখলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। জলাশয় ভরাট রুখতে ব্যবস্থা নিতে হবে বলেই জানান তিনি।
কলকাতায় বহু পুরনো বাড়ি ভেঙে সেখানে গড়ে উঠছে বহুতল। সেই আবর্জনা অনেকেই আবার ফেলছেন পুকুরে। তার ফলে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানে কলকাতা পুরসভার তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও সোমবার দুপুরে মাঝেরহাট ব্রিজে রাবিশ বোঝাই গাড়ি দেখে কার্যত বিরক্ত ফিরহাদ। তিনি বলেন, ‘এভাবে যদি আমাদের একা দূষণের বিরুদ্ধে লড়াই করতে হয়, তবে জলাশয় ভরাট বন্ধ করা অসম্ভব হয়ে যাবে। পুলিশ কমিশনারকে কড়া নজরদারির ব্যবস্থা করতে বলব। তা না হলে জলাশয় ভরাট রোখা সম্ভব হবে না।’