দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রায় বের হচ্ছেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে দলের প্রাক্তন সভাপতির এই কর্মসূচির কথা জানা গিয়েছে। আগামী মাসে দ্বিতীয় দফার যাত্রায় বের হবেন তিনি।
পার্টি সূত্রে খবর, দ্বিতীয় দফার যাত্রায় রাহুল উত্তর-পূর্বের কোনও রাজ্য বেছে নেবেন। পার্টির নেতারা সেই মতো আলাপ আলোচনা চালাচ্ছেন। একটি সূত্রের খবর সম্প্রীতির পাশাপাশি দ্বিতীয় দফায় যাত্রায় রাহুল দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিতে অরুণাচলপ্রদেশের সেই গ্রামগুলির একটি বেছে নিতে পারেন যে গুলি সম্প্রতি চিন নিজেদের দাবি করে নতুন নাম দিয়েছে।
আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন। ওই সময় রাহুল থাকবেন ভারত জোড়ো যাত্রায়। আগে ঠিক ছিল প্রথম দফার ভারত জোড়ো যাত্রায় মতো দ্বিতীয়বারও তিনি সেপ্টেম্বরে হাঁটা শুরু করবেন। পরে দুটি কারণে পরিকল্পনা বদল করা হয়। রাহুল সহ কংগ্রেস নেতৃত্ব পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ব্যস্ত ছিলেন। দ্বিতীয় মোদীর রাম মন্দির উদ্বোধনের সময় রাহুলের যাত্রা করার পরিকল্পনা করা হয়।
কংগ্রেসের অঙ্ক, রাম মন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী হিন্দুত্বের ধ্বজা ওড়াতে চাইবেন। সেই সময় রাহুলের ভারত জোড়ার যাত্রা নয়া মাত্রা পেতে পারে।