সম্প্রতি বসিরহাটে চিমনি ভেঙ পড়ে মৃত্যু হয় চারজনের। আহত হন বেশ কয়েকজন। সেই ঘটনার পরই রাজ্য সরকার ক্ষতিপূরণের ঘোষণা করেছিল। অবশেষ মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকা এবং আহত পরিবারদের হাত ৫০ হাজার টাকা তুলে দিল সরকার।
উল্লেখ্য, গত ১৩ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বসিরহাট ১নং ব্লকের শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথায় ইটভাটা চিমনির কাজের জন্য আগুন লাগানো হয়। তখনই ১২০ ফুটের লম্বা চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চিমনির তলায় সেই সময় দাঁড়িয়েছিলেন ভাটার মালিক অসিত ঘোষ। সঙ্গে ছিলেন শ্রমিক হাফিজুল মণ্ডল এবং উত্তর প্রদেশের ফৈজাবাদের বাসিন্দা রাকেশ কুমার ও জেঠুরাম। প্রত্যেকেই গুরুতর আহত হন। পরে মৃত্যু হয় তাঁদের। চিমনি ভেঙে পড়ার ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
এই খবর জানতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে সমবেদনা জানান। একই সঙ্গে পাশে থাকার আশ্বাস দেন তিনি। একদিকে ভিন রাজ্যের দুই শ্রমিকের মৃতদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার সবরকম প্রশাসনিক ব্যবস্থা করেন। পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন।