কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, মঙ্গলবারের ইন্ডিয়া বৈঠকে রাজ্যওয়াড়ি শরিক দলগুলির মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। কিন্তু যে কোনও শুরুর আগেও তো একটা শুরু থাকে। সূত্রের মতে, সেই মহরৎ সোমবার সন্ধে থেকেই শুরু হয়ে যাবে।
শেষ পর্যন্ত অন্য কোনও কাজ এসে না পড়লে সোমবার সন্ধেয় নয়াদিল্লির সাউথ আভেনিউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূল ও আম আদমি পার্টি এদের দুজনেরই লক্ষ্য হল কংগ্রেসকে নামমাত্র আসন ছেড়ে বাকি সব আসনে প্রার্থী দেওয়া। অর্থাৎ পশ্চিমবঙ্গে কংগ্রেসকে যেমন বহরমপুর ও মালদহ (দক্ষিণ) ছাড়া আর কোনও আসন ছাড়তে রাজি নয় তৃণমূল। তেমনই আম আদমি পার্টি পাঞ্জাবে একটি ও দিল্লিতে দুটির বেশি আসন ছাড়তে প্রস্তুত নয়।
ঘটনা হল, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগেই তৃণমূল ও আপ কংগ্রেসের সঙ্গে এই আসন সমঝোতা চাইছিল। তারা চাইছিল, অক্টোবরের মধ্যে আসন রফা ফাইনাল হয়ে যাক। কিন্তু কংগ্রেস তখন রাজি হয়নি। কারণ, মল্লিকার্জুন খাড়গেদের ধারণা ছিল, হিন্দিবলয়ে অন্তত দুটি রাজ্যে জিতবেন তাঁরা। তাতে আসন রফার ক্ষেত্রে তাঁদের দরকষাকষির ক্ষমতা বাড়বে। কিন্তু হিন্দিবলয়ের তিন রাজ্যেই হেরে এখন উল্টো চাপের মুখে কংগ্রেস।