খেলাধুলা করা শরীরের পক্ষে ভাল।’ অনুপম হাজরাকে খোঁচা ও একই সঙ্গে বার্তাও দিলেন সুকান্ত মজুমদার। তাঁর সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার পর এ রাজ্যের একমাত্র দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা দাবি করেছেন যে, গত নভেম্বর মাসে একটি বিশেষ ঘটনার কারণে তিনি নিজেই নাকি আবেদন করেছিলেন নিরাপত্তা প্রত্যাহার করে নিতে।
পাশাপাশি ‘অনেক খেলা বাকি আছে’ বলেও একপ্রকাযুদ্ধ দুই নেতারর হুঁশিয়ারির সুরও শোনা যায় অনুপমের গলায়। সোশ্যাল মিডিয়ায় গতকাল, বৃহস্পতিবার অনুপম এও লেখেন,’ এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই।’
আর অনুপম হাজরার ‘অনেক খেলা বাকি আছে’ এই মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত খোঁচা ও বার্তা দিয়ে বললেন,’ ‘উনি ফেসবুকে কি লিখেছেন জানি না। তবে খেলাধুলা করা শরীরের পক্ষে ভাল। উনি অনেকদিন অসুস্থ ছিলেন। খেলতে পারেননি। এখন খেলবেন, তাতে কোনও অসুবিধা নেই।’