বিচারকদের সাহস থাকাটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে বিদায় নেওয়ার সময় এমনই মন্তব্য করলেন বিচারপতি সঞ্জয় কিষান কৌল।
প্রসঙ্গত, গতকাল সুপ্রিম কোর্টে শেষ দিন ছিল বিচারপতি কৌলের। আর অফিসের শেষ দিনে তিনি বলেন, একজন বিচারপতির সাহসিকতাটা বিরাট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সমস্ত রকম সাংবিধানিক সুরক্ষা একজন বিচারকের থাকে, তারপরেও যদি একজন বিচারপতি এটা করতে না পারেন তবে আমরা এটা প্রত্যাশা করতে পারি না যে অন্যরা এটা করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসেছিলেন বিচারপতি কৌল। ২৫ ডিসেম্বর তাঁর অবসরের দিন। তবে কোর্টে শীতকালীন ছুটি শুরুর আগেই অফিস ছাড়লেন ৬ বছর সুপ্রিম কোর্টে কাটানো কৌল। একের পর এক যুগান্তকারী রায় দিয়েছেন তিনি। ৩৭০ ধারা বিলোপ থেকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় অধিকার একটি সাংবিধানিক অধিকার বলে জানিয়েছিলেন তিনিই।