পৃথক রাজ্য গোর্খাল্যান্ড তৈরির স্বপ্ন দেখিয়ে পর পর তিনবার পাহাড়ে লোকসভা নির্বাচনের বৈতরণী পার করেছে বিজেপি। কিন্তু প্রতিশ্রুতি পুরণ না করায় এখন পুরো চিত্রটাই পালটে গিয়েছে। পরিস্থিতি এমনই, যে খোদ দলীয় বিধায়কই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বি পি বাজগায়েন ঘোষণা করেছেন, দলীয় কোনও অনুষ্ঠানেই আর যাবেন না তিনি। বাইরের কাউকে প্রার্থী করা হলে তিনি নিজে বিপক্ষে দাঁড়াবেন। সবমিলিয়ে, পাহাড়ে এবার ব্যাকফুটে পদ্ম।
প্রসঙ্গত, কেন্দ্রে ক্ষমতায় থাকলেও বিজেপি কোনও দিনই গোর্খাল্যান্ড নিয়ে সরব হয়নি। লোকসভা নির্বাচনের আগে শীতকালীন অধিবেশনেও গোর্খাল্যান্ড নিয়ে কোনও আলোচনা হয়নি। আর এতেই ক্ষুব্ধ গোর্খারা। বিষ্ণুপ্রসাদ শর্মার দাবি, ‘পাহাড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। তারা গোর্খাল্যান্ড দেবে বলে ভোট নিয়েছে। কিন্তু কাজের কাজ করেনি। আসলে বাইরে থেকে আসা প্রার্থীরা পাহাড়ের মানুষের আবেগ বুঝতে পারেনি। তাই এ বছর যদি আবার বাইরের কাউকে প্রার্থী করে বিজেপি তাহলে আমি নিজে তাঁর বিরুদ্ধে ভোটে লড়াই করব।’ দলীয় বিধায়কের এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই পাহাড়ে আরও কোণঠাসা বিজেপি।