সদ্য তিন রাজ্যে গোহারা হয়েছে কংগ্রেস। আর সেখানের ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এই হার মেনে নিতে নারাজ কংগ্রেস। তাই এবার নয়া তত্ত্ব আউড়েছেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। প্রবীণ এই কংগ্রেস নেতা মধ্যপ্রদেশের পরাজয়ের পর অভিযোগ করেছেন, চিপ লাগানো যে কোনও মেশিন হ্যাক করা সম্ভব।
২০০৩ সাল থেকে এই ইভিএম প্রক্রিয়ায় ভোটের বিরোধিতা করে আসছেন দিগ্বিজয়। এই নিয়ে তিনি তাঁর বক্তব্য এক্স হ্যান্ডেলেও তুলে ধরেছেন। আর এই অভিযোগ করার পর থেকেই জাতীয় রাজনীতির অলিন্দে বিরোধীদের মধ্যে বিজেপির জয় নিয়ে একটাই কথা ঘুরপাক খাচ্ছে। সেটি হল—‘অবিশ্বাস্য’।
এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, মোদী ম্যাজিকেই এমন জয়? চার রাজ্যের ফলাফল প্রকাশের পরই বন্ধু দল প্রশ্ন তুলছে জয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে। বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী দীর্ঘ বিবৃতিতে বলেছেন, ‘একসঙ্গে সব রাজ্যেই এরকম জয় নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। মানুষের ধারণা ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু কোথাও কোনও বিরোধী পক্ষ লড়াই করতে পারল না। আর সবাই কি মানুষের মনের কথা বুঝতে ভুল করল? এমন অবিশ্বাস্য ফল নিয়ে যদি প্রশ্ন ওঠে, আর সেই প্রশ্নের জবাব না পাওয়া যায়, তাহলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’ কিন্তু ফলাফল নিয়ে আজ, মঙ্গলবার কংগ্রেস নেতা কমলনাথ বলেন, ‘এই ফলাফল খুব অবাক করার মতো। কিছু প্রাক্তন বিধায়ক অভিযোগ করেছেন, নিজের গ্রামে ৫০টি ভোট পায়নি তাঁরা। এই ফলাফলের পিছনে কোনও যান্ত্রিক কারচুপি করা হয়েছে।’