কেন্দ্রীয় বঞ্চনা ও আদিবাসীদের অবমাননার প্রতিবাদে এবার রাজ্য জুড়ে আন্দোলনে নামছে তৃণমূল। শাসক দলের পক্ষ থেকে শনি ও রবিবার প্রতিবাদ মিছিল হবে। বাংলার প্রতিটি ব্লকে ব্লকে মিছিল করে প্রতিবাদে সরব হবেন তৃণমূলের নেতা-কর্মীরা। আবাস যোজনা ও একশো দিনের কাজের প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হওয়ার পাশাপাশি আদিবাসী অবমাননার বিরুদ্ধেও একযোগে সোচ্চার হবেন তাঁরা।
শুক্রবার বিধানসভায় বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচির প্রতিবাদে তৃণমূল ২ ও ৩ ডিসেম্বর মিছিলের ডাক দেয়। ওই দু’দিন তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ মিছিল চূড়ান্ত ছিল আগে থেকেই। সেই কর্মসূচির সঙ্গে জুড়ে গেছে আদিবাসী অপমানের বিষয়টিও। সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে জানানো হয়, বিজেপির এই কাজ আদিবাসীদের জন্য অবমাননাকর। অপমানিত বোধ করছেন শাসকদলের আদিবাসী বিধায়করাও।
তাঁরা বলেন, আম্বেদকর মূর্তির নিচের জায়গাটিকে ‘অপবিত্র’ অ্যাখ্যা দিয়ে শুদ্ধীকরণের মতো কাজ আসলে আদিবাসীদের অপমান করা। তাই এই অপমানের বিরুদ্ধেও পথে নামার সিদ্ধান্ত। তৃণমূলের আদিবাসী নেতা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইকের নেতৃত্বে আলাদা করে অবস্থান-বিক্ষোভও হবে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলা জুড়ে তৃণমূল প্রতিবাদ-মিছিল করবে।