এবার বিহারের নাভাগাছিয়া রেলস্টেশনে পৌঁছনোর আগে বিকানের থেকে গুয়াহাটিগামী দূরপাল্লার ট্রেনের শৌচাগারের ভিতরে মিলল এক যুবকের রক্তাক্ত দেহ। ওই যুবক কোচবিহারের নাটাবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে উদ্ধার করে বিহারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, বিহারের নাভাগাছিয়া রেলস্টেশনে ট্রেন পৌঁছনোর আগেই শৌচাগারের ভিতরে ওই যুবকের রক্তস্নাত অচেতন দেহ পাওয়া যায়। এর পর যাত্রীরাই চেন টেনে ট্রেন থামিয়ে দেন। যুবকটির গলা ও পেট ধারালো অস্ত্র দিয়ে চিরে দেওয়া হয়েছিল বলে জানাচ্ছে পুলিশ।
পরে তাঁকে নাভাগাছিয়া সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই যুবকের। তাঁর আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন, অনেকক্ষণ নিজেকে শৌচাগারে বন্দি করে রেখেছিলেন ওই যুবক। অত্যধিক রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।