যোগী রাজ্যে ফের হৃদয় বিদারক ছবি! আউরাইয়া জেলার স্বাস্থ্য ব্যবস্থা ফের প্রশ্নের মুখে। বোনের মৃতদেহ বাইকে বেঁধে ছুটল দাদা! এমনই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
জানা গিয়েছে, নবীন বস্তি পশ্চিমের বাসিন্দা প্রবাল প্রতাপ সিং-এর কন্যা বছর ২০-র অঞ্জলি জল গরম করার জন্য বালতিতে রড দিয়েছিলেন। কিন্তু তখনই সেই হিট মেশিনটি শট হয়ে যায়। ফলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে অঞ্জলিকে সিএইচসি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই বছর ২০-র অঞ্জলিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরই দেখা যায় হৃদয় বিদারক চিত্র।
হাজার চেষ্টা করেও শবদেহ বহনকারী পাননি পরিবারের সদস্যরা। এরপর বাধ্য হয়ে বোনের দেহ বাইকের পিছনে বসিয়ে নিজের সঙ্গে স্কার্ফ দিয়ে বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন যুবক। আর সেই যাত্রা চাক্ষুসও করলেন অনেকে। কিন্তু তারপরেও একটি শববাহী গাড়ি জোগাড় করতে পারল না কেউ।
জানা গিয়েছে, বালতিতে রড দিয়ে জল গরম করা হচ্ছিল। সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হন অঞ্জলি। এর জেরেই তাঁর মৃত্যু হয়। অঞ্জলির দাদা আয়ুষ, তাঁর আরও এক বোন এই দু’জন অঞ্জলির দেহ নিয়ে বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।