এতদিন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসাবে রাহুল গান্ধীর নাম ভাসিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছিল কংগ্রেস। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মুখে হঠাৎই অবস্থান বদলে ফেললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কারও নাম ঘোষণা করলে জোটেই ভাঙন ধরতে পারে। তাই আপাতত কাউকেই মুখ করা হচ্ছে না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি অকপটেই স্বীকার করেছেন, কোনও একজন নেতাকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করলে ইন্ডিয়া জোটে ভাঙন ধরতে পারে। তাই সম্মিলিত নেতৃত্বেই লোকসভার লড়াই হবে। ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা জিতে আসার পর আলোচনা করে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এতদিন পর্যন্ত কংগ্রেস রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী পদের দাবিদার হিসাবে এগিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে এসেছে। দলের বিভিন্ন স্তরের নেতা রাহুলের পক্ষে সওয়াল করেছেন। কিন্তু পাঁচ রাজ্যের ভোটের আগে কিছুটা হলেও অবস্থান বদলাচ্ছে কংগ্রেস। হাত শিবির সূত্রের খবর, রাহুল আপাতত ভোটেই নজর দিচ্ছেন। প্রধানমন্ত্রীর পদ নিয়ে তিনিও ভাবছেন না।
পাশাপাশি ইন্ডিয়া জোট নিয়ে পরবর্তী আলোচনা হবে পাঁচ রাজ্যের ভোটের পরই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বকলমে বুঝিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে কংগ্রেস সূত্রের খবর, নীতীশের ক্ষোভ প্রশমন করারও চেষ্টা করেছেন খাড়গে।