আমাদের কালীঘাটের দুর্গা একাই একশো। ৪২-এ ৪২ বুঝে নেবেন। এবার বিজেপির উদ্দেশে এমনই হুঁশিয়ারি দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। শনিবার অশোকনগর বিধানসভার বিজয়া সম্মিলনীতে বিরোধীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, জানুয়ারি থেকে বুঝতে পারবেন।
গতকাল নারায়ণবাবু বলেন, ‘কত ধরবেন ধরুন। বাংলার তৃণমূলের সব এমএলএদের ঢুকিয়ে দিন। বাংলার তৃণমূলের সব সাংসদদের ভিতরে ঢুকিয়ে দিন। আমার কালীঘাটের দুর্গা একাই একশো। ৪২-এ ৪২ বুঝে নেবেন। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ। জানুয়ারি থেকে বুঝতে পারবেন’।