নভেম্বরেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে বেশ বিপাকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। কংগ্রেস এনিয়ে ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে। এমনকি তারা আদালতে যাওয়ারও হুমকি দিয়েছে।
কী হয়েছে আসলে? কংগ্রেসের দাবি, বিধানসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন কৈলাস। সেখানে তিনি যে হলফনামা দিয়েছেন সেখানে তাঁর বিরুদ্ধে হওয়া ২টি গুরুতর মামলার কথা বেমালুম চেপে গিয়েছেন।
দুটি মামলা কী? কৈলাসের বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ অমীমাংসিত রয়েছে। আর একটি হল মানহানির মামলা। কৈলাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হয়েছিল বাংলায়। অন্যদিকে, ছত্তীসগড়ে তাঁর বিরুদ্ধে ফেরার হওয়ার মামলা হয়েছে। কৈলাসের হলফনামা নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য কংগ্রেস।
উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন। তার আগেই এই ধাক্কা। এনিয়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্র চরণ সিং সাপরা বলেন, ছত্তীসগড়ের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কানন তিওয়ারি কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডাঙ্গের আদালতে। তাঁকে আদালত ফেরার ঘোষণা করেছে। পশিমবঙ্গের আলিপুরের এক আদালতে তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রয়েছে। তার নিস্পত্তি এখনও হয়নি। সাপারা আরও বলেছেন, কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে আদালতে যাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে।