দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষে বছর জুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার উপসংহারেও প্রত্যাশিত ভাবে নিজের সরকারের কৃতিত্বের ভাষ্য তৈরি করলেন তিনি। জানালেন, গোটা উৎসব কার্যত পরিণত হয়েছে এক গণআন্দোলনে।
প্রসঙ্গত, ১ হাজার দিনের অমৃতকালে দেশের কৃতিত্বগুলি নিজের সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেছেন মোদী। এই মঞ্চকে কাজে লাগিয়ে চন্দ্রযান অভিযান, এশিয়ান গেমস-এ একশোর বেশি পদক জয়, নতুন সংসদ ভবন, মহিলা আসন সংরক্ষণ আইন, রাজপথকে কর্তব্যপথে পরিণত করে দাসত্বের স্মৃতির অবসান, কর্তব্যপথে সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপনের মতো বিষয়গুলিতে নিজের সরকারের সিলমোহর
পোক্ত ভাবে বসাতে কোনও ত্রুটি রাখেননি তিনি।
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে গুজরাতে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, ‘প্যাটেলের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। দেশকে সঠিক দিশা দেখাতে সক্ষম কেন্দ্রের বিজেপি সরকার। যে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে তারা কোনও দ্বিধাবোধ করে না। আগামী ২৫ বছর দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অমৃতকালের এই সময়ে ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে এক নিদর্শন হিসেবে থাকবে।’