সংরক্ষণের দাবিতে চলা বিক্ষোভের কারণে কর্ণাটকের স্টেট ট্রান্সপোর্টের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল৷ সেই কারণে সে রাজ্যের পরিবহণ সংস্থার তরফ থেকেও আপাতত বাস পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে৷ এ দিকে শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে, এই গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবশ্যই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা দরকার৷
জালনা জেলা ইতিমধ্যে বন্ধ করা হয়েছে ইন্টারনেট৷ এই জেলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হিংসা ছড়ানো রুখতে এই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ কোনওরকম গুজব ছড়ানো রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷
মহারাষ্ট্রের রাস্তায় আন্দোলন জঙ্গি হওয়ায় মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষ থেকে পাঁচ জেলায় বাস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই পাঁচ জেলায় আগামী ৩-৪ দিন বাস পরিষেবা বন্ধ থাকবে৷ পাশাপাশি, বুধবার এই গোটা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ বিরোধী দলগুলির সমর্থনও চেয়েছেন তিনি৷
তার পর থেকে তিনি আর জলগ্রহণ করবেন না৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী শিন্ডে ইতিমধ্যে কথা বলেছেন মনোজের সঙ্গে৷ তাঁর সঙ্গে ৩০ মিনিট কথা হয়েছে বলেই শোনা গিয়েছে৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কথাতেও নিজের অবস্থান একচুলও সরতে চাইছেন না৷ ফলে পরিস্থিতি সহজ হয়নি৷
মহারাষ্ট্রে সংরক্ষণ বিক্ষোভ ক্রমে আরও জঙ্গি আকার ধারণ করছে৷ ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ এ দিকে আন্দোলকারীদের নেতা মনোজ জাড়াঙ্গে জানিয়েছেন তিনি বুধবার পর্যন্ত সময় দিচ্ছেন সরকারকে৷