এবার তামিলনাড়ুতে আরও তীব্র হল রাজ্য-রাজভবন সংঘাত। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে রাজ্যপাল আরএন রবির সেই সংঘাত গড়াল দেশের শীর্ষ আদালতে।
জানা গিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ডিএমকে সরকার। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বক্তব্য, রাজ্যপাল ১২টি বিল আটকে রেখেছেন। যেগুলিতে সম্মতি দিচ্ছেন না। বাতিলও করেননি। ফলে রাজ্য সরকারের কাজকর্ম পণ্ড হয়ে যাচ্ছে। উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের মামলা নতুন না হলেও খুব বেশি নজির অতীতে নেই। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতাসীন হওয়ার পর বিরোধ, সংঘাত যেমন বেড়েছে, তেমনই বেড়েছে মামলা-মোকদ্দমা। তামিলনাড়ুর মামলা নিয়ে আগামী মাসে শুনানি শুরু হতে পারে।