কেটে গিয়েছে প্রায় আড়াই মাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যুর রেশ কাটেনি এখনও। করে র্যাগিং, খুনের তত্ত্বের মধ্যেই উঠে এসেছে একাধিক প্রশ্ন। এবার স্বপ্নদীপের জন্মদিনেই অভিনব প্রতিবাদে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন চত্বরে মৃত ছাত্রের স্মৃতিচারণা করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মঙ্গলবার অর্থাৎ ৩১শে অক্টোবর নদিয়ার বগুলার বাসিন্দা ওই ছাত্রের জন্মদিন ছিল। এদিন ১৮ বছর পূর্ণ হল মৃত ওই ছাত্রের। সেকথা মাথায় রেখেই এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সিঁড়িতে মোমবাতি জ্বালিয়ে মৃত ছাত্রকে স্মরণ করেন রাজন্যা হালদার, তীর্থরাজ, রাজ, অমিতরা, সোহেল, কিশলয়, সুব্রতরা।
এপ্রসঙ্গে যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের জন্মদিন প্রসঙ্গে তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্যা হালদার বলেন, ”আমাদের ভাইকে ওরা শেষ করেছে। আজ ওঁর জন্মদিন। লাল সন্ত্রাসের ফলে মৃত্যু হয়েছে এক দীপের। বেঁচে থাকলে আজ ১৮ বছরে পা দিত ছেলেটি। কিন্তু সে আর হল না। এই মৃত্যুর বিচার চাই আমরাও।” উল্লেখ্য, গত ১০ই আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে অস্বাভাবিক মৃত্যু ঘটে নদিয়ার বগুলার বাসিন্দার। সেই মৃত্যুর পরেই তোলপাড় হয় দেশজুড়ে। র্যাগিং নিয়ে ঝড় ওঠে প্রতিবাদের। বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদও। তৃণমূলের ছাত্রনেতারা পথেও নামেন একাধিক দাবিতে।