কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নিয়েছেন। যে দিন সন্ধ্যায় তিনি ঘাস ফুলে যোগ দেন সেই দিনই রাতে তৃণমূল সরকারের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির বিধায়কের সংখ্যা ৭৫ থেকে ৬৭-তে এসে দাঁড়িয়েছে। লোকসভা ভোটের আগে দলের বিধায়ক শাসকদলে চলে যাওয়ায় কতটা ক্ষতি হল গেরুয়া শিবিরের?
হরকালী তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার বলেন, ‘এতে দলের কিছু যাবে আসবে না। রাজনীতিতে সবার কাছে সব কিছু স্থায়ী হয় না। আসা-যাওয়া থাকে। তবে এ ক্ষেত্রে, প্রলোভন না কি ভয় দেখানো, সেটা দেখতে হবে।’
এই দলবদলকে হালকা ভাবে নিতে নারাজ বিজেপি সাংসাদ দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ মনে করেন এই দলবদলের পিছনে সাংগঠনিক দূর্বলতা কাজ করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তিনি বলেন,’বিধায়ক দল ছেড়ে চলে গিয়েছেন আর সাংসদ বলছেন আপদ গিয়েছে। এই ভাবে হয় নাকি, কেন দল ছাড়ছেন খোঁজ নিতে হবে না। কথা বলতে হবে না?’ তবে বিজেপি সাংসদের দাবি তাঁর কাছে আগে থেকেই খবর ছিল হরকালী অনেক দিন ধরে দলের সঙ্গে যোগাযোগ রাখতেন না। দূরত্ব বজায় রাখতেন। তৃণমূলকে ভয় পেয়ে চলতেন।