পুজোর শেষ লগ্নে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আকাশে ক্রমেই ঘনাচ্ছিল দুর্যোগের মেঘ। তবে শেষ পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। যদিও গুমোট গরমে ভুগতে হচ্ছিল বঙ্গবাসীকে। তবে সেসব এখন অতীত। পুজো মিটতেই ভোলবদল করল আবহাওয়ার। জেলায় জেলায় শুরু হল পারদ পতন। উত্তুরে হাওয়ার দাপটে ভোরের দিকে রীতিমতো ঠান্ডা অনুভূত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই তাপমাত্রা কমতে শুরু করবে। এক ধাক্কায় ৩ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। উত্তুরে হাওয়ার প্রভাবে কোনও কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকলেও তা খুব দ্রুত কমে যাবে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ মিলবে। শনিবার ভোরে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।