বাংলার আকাশ আপাতত দুর্যোগমুক্ত। কেটে গিয়েছে নিম্নচাপের মেঘ। দশমীর পর উত্তুরে হিমেল হাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে সারা রাজ্যজুড়ে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রার পারদ নামবে আরও ২-৩ ডিগ্রি। হামুন চলে গেছে উত্তর কেরল ও সংলগ্ন এলাকায়। শক্তিশালী ঘূর্ণিঝড় বদলে গেছে নিম্নচাপে। আপাতত মিজোরাম এবং সংলগ্ন মণিপুর ও মায়ানমারে অবস্থান করছে তা। ঘূর্ণিঝড়ের ভয় কেটেছে। তবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
পাশাপাশি, আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমের দিন শেষ। এখন বাতাসে জলীয় বাষ্প কমছে। আগামী কয়েকদিনে আরও শুষ্ক হবে আবহাওয়া। ক্রমশ উত্তুরে হিমেল হাওয়া ঢুকবে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ায় শীত আসবে বাংলায়। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ এসেছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে সন্ধের পর থেকেই তাপমাত্রা কমবে। লক্ষ্মীপুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই। ঝলমলে রোদই থাকবে। সকাল-সন্ধেয় মনোরম আবহাওয়া থাকবে বাংলায়। কলকাতায় এখন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা আরও নামবে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।