বাকি আর মাত্র একমাস সময়। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। আর তার আগে গত ১০-১১ দিনের তল্লাশিতে সেই রাজ্য থেকে মোট ২৪৩ কোটি টাকার সোনা, রুপো এবং হীরে বাজেয়াপ্ত হয়েছে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র গত সপ্তাহে বৃহস্পতিবারই তেলাঙ্গানা জুড়ে বাজেয়াপ্ত হয়েছে ৮৩ কেজি সোনা, ২১২কেজি রুপো এবং ১১২ ক্যারেট হীরে। এগুলির বাজার মূল্য প্রায় ৫৭ কোটি টাকা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ওই সমস্ত জিনিসের কোনো বৈধ কাগজ কেউ দেখাতে পারেনি তাই বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া সাইবেরাবাদ থেকে ৬৯ কেজি সোনা, রাজেন্দ্রনগর থেকে ৩৮ কেজি সোনা, গাছিবৌলি থেকে ১৫ কেজি সোনা আগে বাজেয়াপ্ত করা হয়েছিল। পাশাপাশি ১০ কোটি নগদ টাকাও উদ্ধার হয়েছিল। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সকলকে ৫০,০০০ টাকার বেশি নগদ নিয়ে ঘুরতে নিষেধ করা হয়েছে। যদি কারুর কাছে ৫০ হাজারের অধিক টাকা পাওয়া যায় তাহলে বৈধ নথি দেখাতে হবে নয়তো তা বাজেয়াপ্ত করা হবে। সোনা, রুপো এবং হীরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।