ফের একবার প্রমাণিত হল, বাংলা আজ যা ভাবে, গোটা দেশ তা কাল ভাবে। বাংলার দুর্গাপুজো নিয়ে কুৎসা, মিথ্যাচার এবার বুমেরাং হল বিজেপির জন্য। একসময় যে বিজেপি বলত বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না, এখন তাদেরই শীর্ষ নেতা অমিত শাহ এ রাজ্যের পুজোর উদ্বোধনে আসতে হচ্ছে।
করোনা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর ধরেই অনুদান চালু করেছেন। তা নিয়েও রে রে করতে দেখা গিয়েছে বিজেপি সহ বিরোধীদের। অনুদান আটকাতে আদালতের কড়া পর্যন্ত নেড়েছেন বঙ্গ বিজেপি নেতারা। তবে মুখ পুড়েছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ও দেখানো পথেই হাঁটতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্য অসমকে। মমতা বন্দ্যোপাধ্যায় মডেলকে নকল করে এবার অসমে দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মোট ৬৯৫৩টি পুজো কমিটিকে এই টাকা দেওয়া হবে।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন। তাঁর কথায়, ‘এতদিন যে সমালোচনা করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মডেল চুরির জন্য এখন বিজেপির উচিত আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নাকখত দেওয়া’।