পায়ে চোটের কারণে বিদেশ সফর থেকে ফিরে এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচি হোক বা রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড— ভার্চুয়ালি অংশ নিলেও সরাসরি থাকতে পারেননি তিনি। এমনকী কলকাতা এবং জেলার বিভিন্ন দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করছেন। রবিবারও কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রবিবার উদ্বোধনের তালিকার একেবারে শেষে ছিল দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। সেই পুজোর অন্যতম উদ্যোক্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। উদ্বোধনের ফাঁকে দলনেত্রীর আরোগ্য কামনা করলেন তিনি।
প্রসঙ্গত, রবিবার দক্ষিণ কলকাতা দুর্গাপুজো কমিটির পুুজোর উদ্বোধনে শুরুতেই সেখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা। এর পর সুব্রত বক্সির থেকে জানতে চান, ‘বক্সিদা আপনার পাড়ার পুজোর উদ্বোধন কবে আছে?’ মুখ্যমন্ত্রীকে সেই প্রশ্নের উত্তর দেন সুব্রত বক্সি। তার পরই তিনি বলেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করি। কারণ বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক ভাবেই বাংলা মনে করছে কোথাও কোথাও মমতাদি হারিয়ে যাচ্ছেন। আপনি আবার চলতে আরম্ভ করলে আমরা আবার বাংলার মানুষকে ঐক্য বদ্ধ করে এগিয়ে যেতে পারব।’