গত শনিবার ইজরায়েলের বুকে ভয়ঙ্কর আঘাত হানে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। গাজা থেকে মিনিট কুড়ির মধ্যে ছোড়া হয় ৫ হাজার রকেট। এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। পালটা হামলা শুরু করেছে তারা। এই পরিস্থিতিতে ইজরায়েল থেকে ফেরার অপেক্ষায় কয়েক হাজার ভারতীয়। ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ভারতীয়দের ফেরাতে অপরেশন ‘অজয়’ চালু করেছে মোদী সরকার। এবার রাজ্যবাসীকে ফেরাতে বিরাট ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শুক্রবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইজরায়েল ফেরত এ রাজ্যের মানুষ দিল্লিতে পৌঁছলে তাঁদের বিনামূল্যে বাংলায় ফেরানো হবে। এ জন্য দিল্লি ও কলকাতায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার নম্বরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ভারতীয়/বাঙালিরা যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল ছাড়ছেন। আমি আমার মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে আমাদের দুস্থ প্রত্যাবর্তনকারীদের জন্য বিনামূল্যে সমস্ত সম্ভাব্য সরকারি সহায়তা প্রসারিত করতে বলেছি। ৫৩ জন ইতিমধ্যেই আজ সকালে দিল্লি পৌঁছেছেন এবং রাজ্য সরকার নিজস্ব খরচে তাঁদের বাংলায় ফেরাতে রেলের টিকিটের ব্যবস্থা করছে। দিল্লিতে বঙ্গভবনে বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।’ তিনি এও জানিয়েছেন, দিল্লি এবং কলকাতায় ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। আমরা আপনার সেবায় আছি। আমাদের কন্ট্রোল রুমগুলিতে সমস্ত সাহায্যের জন্য কল করুন।’