বেসরকারিকরণই মোদী সরকারের ঘোষিত আর্থিকনীতি। এলআইসি থেকে এয়ার ইন্ডিয়া, প্রায় সবই বেচে দিচ্ছেন মোদী। রেহাই নেই ব্যাঙ্কেরও।
মোদী আমলের শুরুর সময় দেশে সরকারি ব্যাঙ্ক ছিল ২৭টি। ২০১৭ থেকে তা কমতে শুরু করে। সংযুক্তিকরণের মাধ্যমে অবশেষে মাত্র ১২টিতে এসে ঠেকেছে। কিন্তু মোদী সরকারের কাছে তাও যথেষ্ট বেশি। আরও কমানো হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা। শেষপর্যন্ত থাকবে মাত্র চারটি, বাকি আটটি ব্যাঙ্ক বিক্রির তোড়জোড় শুরু হয়েছে বলে খবর মিলছে। বুধবার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য সঞ্জীব সান্যাল বলেছেন, দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গোটা ব্যবস্থার পরিচালনায় ধাপে ধাপে বেসরকারি ভূমিকা বাড়বে। বেসরকারি ব্যাঙ্কিং পরিসর সম্প্রসারিত হবে।
প্রায় ঠিক হয়ে গিয়েছে, দেশের আটটি ব্যাঙ্ক বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। কোন চারটি ব্যাঙ্ক টিকে থাকবে, সেই সিদ্ধান্ত নেবে একটি উচ্চপর্যায়ের কমিটি। খুব শীঘ্রই কমিটি গঠন করা হবে বলে জানা যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, এই চারটি ব্যাঙ্ক টিকে থাকবে বলে মনে করা হচ্ছে।